Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্বাঞ্চল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৯, ৫ আগস্ট ২০২১

আপডেট: ১৯:০৮, ৫ আগস্ট ২০২১

দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্বাঞ্চল

ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রামেন্টোর উত্তর-পূর্ব অঞ্চলের দুইটি কাউন্টিতে দাবানল পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। এতে আবাসিক বাড়ি পুড়ে যাচ্ছে ও বাসিন্দাদের অন্যত্র সরে যেতে হচ্ছে।

বুধবার (৪ আগস্ট) কমপক্ষে ৭০ মাইল দূর থেকে আগুনের কুন্ডলী ও ধোঁয়া দেখা গেছে।

দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এবং ফায়ার প্রোটেকশন (ক্যাল ফায়ার) জানিয়েছে, প্লেসার এবং নেভাদা কাউন্টির রিভারফায়ার খ্যাত দাবানলে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ একর জমি পুড়ে গেছে। এর মধ্যে প্রথম দুই ঘণ্টাতেই ১ হাজার একর জমি পুড়েছে।

দ্য রিভার ফায়ার রাজ্যের দক্ষিণে তান্ডব চালানো ডিক্সি ফায়ার থেকে ১০০ মাইল দূরে আছে। ক্যাল ফায়ারের সূত্রমতে, এখন পর্যন্ত ডিক্সি ফায়ারে ২ লাখ ৭৮ হাজার একর জমি পুড়ে গেছে। দাবানল শুরু হওয়ার তিন সপ্তাহ পর মাত্র ৩৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ডিক্সি ফায়ারে ৮০০ বাসিন্দার কাউন্টি প্লুমাসের গ্রিনভ্যালির বেশকিছু ভবন ধসে গেছে।

এদিকে, দ্য রিভার ফায়ার এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বাতাসের গতিবেগ পরিবর্তন ও রাত্রীকালীন ঠান্ডা আবহাওয়ার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।

কর্তৃপক্ষ জানায়, ২ হাজার জনগোষ্ঠীর বাস প্লেসার কাউন্টির অন্তত চারটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ক্ষয়-ক্ষতির পরিমাণ পরীক্ষা করে দেখা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

দমকল কর্মী কর্তৃপক্ষ জানান, প্লেসার কাউন্টি থেকে ২ হাজার ৪০০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। নেভাদা কাউন্টির আরো ৪ হাজার ২০০ বাসিন্দাকে অন্যত্র সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দুইটি কাউন্টিতেই বাসিন্দাদের জন্য ও পোষা প্রাণীর জন্য আলাদা আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্লেসার কাউন্টি শেরিফ ডেভোন বেল জানান, 'যাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে, তার দয়া করে সরে যান'।

সাম্প্রতিক বছরে কলফ্যাক্স, আবার্ন, গ্রাস ভ্যালিসহ বেশকিছু অঞ্চল দাবানলের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বছরের শুরুতেই কয়েক ডজন দাবানলের ঘটনা ঘটেছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ