ক্যালিফোর্নিয়ার বুরব্যাংকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরো দুইজন।
বুধবার (৪ আগস্ট) সকালে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ।
বুরব্যাংক পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, বেলা ১২টা ১৫ মিনিটে অ্যান্ডোভার ড্রাইভ ও গেলনোয়াক বেলোভার্ডের ইন্টারসেকশনে তিনটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এই ঘটনায় গাড়িগুলো সম্পূর্ণ ধংস হয়ে যায়। একটি গাড়ি মাঝখান থেকে ভেঙ্গে যায়। পার্ক করা কিছু গাড়িতেও সংঘর্ষে ঘটে।
পুলিশের একজন মুখপাত্র জানান, ভোক্সওয়াগান গাড়িতে থাকা তিনজন ব্যক্তির তৎক্ষনাৎ মৃত্যু হয়। তবে এখনো মৃতদের নাম-ঠিকানা জানা যায়নি।
এই ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সর্বশেষ শারীরিক অবস্থা এখনো জানা যায়নি।
সংবাদ সম্মেলনে পুলিশের মুখপাত্র জানান, এই দুর্ঘটনার জন্য অতিরিক্ত গতি দায়ী।
এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।