Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রের সরকারি কৌসুলিদের অফিসে রাশিয়ার সাইবার হামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৫, ৪ আগস্ট ২০২১

যুক্তরাষ্ট্রের সরকারি কৌসুলিদের অফিসে রাশিয়ার সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে অবস্থিত সোলারউইন্ডস'র সদর দপ্তর ১৮ই ডিসেম্বর, ২০২০ ফাইল ছবি, রয়টার্স

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, সাইবার হামলা রোধকারী সোলারউইন্ডস-এর বিরুদ্ধে হামলার জন্য দায়ী রুশ হ্যাকাররা গত বছর আমেরিকার কয়েকজন শীর্ষ ফেডারেল প্রসিকিউটরের অফিস ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করতে সমর্থ হয় I

দপ্তরটি জানায়, নিউইয়র্ক-এর ৪টি অ্যাটর্নি অফিসের কর্মচারীদের ব্যবহৃত, ৮০% মাইক্রোসফট ইমেইলে হ্যাকাররা অননুমোদিত প্রবেশের চেষ্টা চালায়I বিচার বিভাগ জানায়, হ্যাকিং অভিযানে সর্বমোট যুক্তরাষ্টের ২৭টি অ্যাটর্নি অফিসের অন্তত একজন কর্মীর ইমেইল একাউন্টে তারা প্রবেশ করতে সমর্থ হয়েছেI বিচার দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানায়, ২০২০ সালের ৭ই মে থেকে ২৭শে ডিসেম্বর সময়ের মধ্যে এসব ইমেইল হ্যাক করা হয়েছেI

বাইডেন প্রশাসন এপ্রিল মাসে সোলারউইন্ডস'র বিরুদ্ধে হ্যাকিং এবং ২০২০ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনে হস্তক্ষেপের দায়ে, কতিপয় রুশ কূটনীতিকের বহিষ্কারসহ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেI রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছেI

(এপি)


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ