Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ভাড়াটিয়া উচ্ছেদ নিষেধ আইনের সময়সীমা শেষ, হুমকিতে লাখো মানুষ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ০৬:৪৩, ২ আগস্ট ২০২১

ভাড়াটিয়া উচ্ছেদ নিষেধ আইনের সময়সীমা শেষ, হুমকিতে লাখো মানুষ

করোনার কারণে যেসব ভাড়াটিয়ার আয় কমে গেছে অথবা কর্মহীন হয়ে পরেছেন, তাদের সুরক্ষার জন্য সরকার উচ্ছেদ নিষেধ আইন জারি করেছিল।

অবশেষে শনিবার (৩১ জুলাই) মধ্যরাতে আইনটির সময়সীমা শেষ হয়ে গেছে। এর ফলে লাখ-লাখ নিম্ন আয়ের মার্কিনীরা তাদের ভাড়া বাড়ি থেকে উচ্ছেদ হুমকির মুখে পরেছেন।

মূলত সঠিক সময়ে কংগ্রেস আইন বর্ধিত করার পদক্ষেপ না নেওয়ায় হুমকির মুখে পরেছে লাখো মার্কিনী। প্রেসিডেন্ট জো বাইডেন দেরিতে হলেও এই আইনের সময়সীমা বর্ধিত করতে চাপ প্রয়োগ করেন তবে এরপরেও কংগ্রেস ভোটের আয়োজন করতে ব্যর্থ হোন।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) একজন মুখমাত্র ভাড়াটিয়া উচ্ছেদ নিষেধ আইন সময়সীমা শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এর বেশি মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ