করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ এর নেতিবাচক প্রভাব পরেছে সাধারণ মানুষের উপরেও।
ফলে সরকার কর্তৃক যে কোনো সহায়তা যেমন স্টিমুলাস চেক সাদরে গ্রহণ করছেন মার্কিনীরা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিম্ন ও মধ্য আয়ের লাখ লাখ বাসিন্দা তৃতীয় স্টিমুলাস চেকের অর্থ পেয়েছেন।
এবার ক্যালিফোর্নিয়ার গভর্নর ক্যালিফোর্নিয়াবাসীর জন্য চতুর্থ স্টিমুলাস চেকের অর্থ পাশ অনুমোদন করেছেন। সম্প্রতি গেভিন নিউসাম চতুর্থ স্টিমুলাস চেক স্বাক্ষর করে প্রস্তাবনাকে আইন করেছেন।
এবারের প্রণোদনাকে বলা হচ্ছে 'গোল্ডেন স্টেট স্টিমুলাস টু'৷ এই বাজেট বিলের আওতায়, যেসব বাসিন্দার বছরে আয় ৩৫ হাজার ডলার থেকে ৭০ হাজার ডলার, তাদের প্রত্যেককে এককালীন ৬০০ ডলার করে ভাতা দেওয়া হবে৷
এছাড়া যেসব পরিবারে শিশু রয়েছে, তারা প্রত্যেকে আরো ৫০০ ডলার করে পাবেন। বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও এই অর্থ পাবেন।
এর আগে ক্যালিফোর্নিয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্টের মুখপাত্র এইচডি পালমার বলেন, সেপ্টেম্বরের শুরু থেকেই বাসিন্দাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো শুরু হবে।
এই স্টিমুলাস চেকের অর্থ পেতে বাসিন্দাদের তেমন কিছু করতে হবে না। যারা এই অর্থ পাওয়ার যোগ্য, তারা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পেয়ে যাবেন।
এর আগে গোল্ডেন স্টেট স্টিমুলাস টু এর আওতায় এপ্রিল মাসে অনেককে স্টিমুলাস চেকের অর্থ প্রদান করা হয়। সেবার যারা স্টিমুলাস চেক পেয়েছিলেন, তারা আর এবার অর্থ পাবে না।
গভর্নর অফিস সূত্র জানিয়েছে, এটি আমেরিকান ইতিহাসে রাজ্যভিত্তিক সবচেয়ে বড় আর্থিক সাহায্য। এই স্টিমুলাস চেকের আওতায় ১২ বিলিয়ন ডলার অর্থ সাহায্য করা হবে বাসিন্দাদের।
রাজ্য কর্তৃপক্ষের জরিপ অনুসারে, ক্যালিফোর্নিয়ার প্রতি তিনজন বাসিন্দার মধ্যে দুইজন বাসিন্দা ৬০০ ডলার স্টিমুলাস চেকের অর্থ পাবেন। ৩৯ দশমিক ৫ মিলিয়ন ক্যালিফোর্নিয়াবাসীর মধ্যে ২৬ মিলিয়ন বাসিন্দাই আগামী সপ্তাহে চেক পেতে পারেন।
এর আগে গভর্নর গেভিন নিউসাম মে মাসে গোল্ডেন স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেন। সেই প্যাকেজের আওতায় ক্যালিফোর্নিয়ার নিম্ন আয়ের বাসিন্দারা ইতোমধ্যে ৬০০ ডলার করে পেয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।