Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে টিকার জন্য এক কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৭, ১ আগস্ট ২০২১

নিউইয়র্কে টিকার জন্য এক কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ

নিউইয়র্ক অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ৬৮ শতাংশ মানুষ করোনার টিকা নিয়েছেন। এরপরও কোভিড-১৯ এর রূপান্তরিত ডেলটা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। নগরকেন্দ্রের বেশ কিছু এলাকায় ডেলটা ভাইরাসের সংক্রমণ ঘটছে। এ কারণে টিকা নিতে উৎসাহিত করতে রাজ্যে এক কোটি ৫০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। 

রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো ২৬ জুলাই এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিউইয়র্ক নগরের পাঁচ বরোতেই ডেলটা ভাইরাসের সংক্রমণ পাওয়া যাচ্ছে। টিকা নেওয়া আছে এমন লোকজনের মধ্যে মাত্র দশমিক ১৫ শতাংশ নতুন করে সংক্রমিত হচ্ছে।

গভর্নর কুমো বলেছেন, রাজ্যের ৬৮ শতাংশ লোকজন পূর্ণ ডোজ টিকা নিলেও অন্যদের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে। যেসব এলাকায় লোকজনের মধ্যে টিকা নেওয়ার হার কম, সেসব এলাকায় আগ্রাসী প্রয়াসের মাধ্যমে লোকজনকে টিকা প্রদানের জন্য উৎসাহিত করা হচ্ছে। এ কাজে নিউইয়র্ক রাজ্যে এক কোটি ৫০ লাখ ডলারের অর্থ বরাদ্দ ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের ১১৭টি জিপ কোড এলাকাকে স্বল্প টিকার হার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় স্থানীয় এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে।

হিস্পানিক ফেডারেশন এবং প্রোটেস্ট্যান্ট ওয়েলফেয়ার এজেন্সিজ নামক নাগরিক সংগঠনকে দেওয়া হচ্ছে ৫৫ লাখ ডলার করে অনুদান। তারা স্থানীয় জনসমাজের মধ্যে নানামুখী প্রচারণা চালিয়ে লোকজনকে টিকা প্রদানে উদ্বুদ্ধ করবে বলে গভর্নরের ঘোষণায় জানানো হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ