নিউইয়র্কে শাহরিয়ার ইসলাম সাইদ (২৬) নামে বাংলাদেশি এক তরুণের অকাল মৃত্যু হয়েছে। ২৪ জুলাই নগরের এস্টোরিয়া বন্ধুর বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে শাহরিয়ারের মৃত্যু হয়েছে।
শাহরিয়ার ইসলামের বাবা নিউইয়র্কের এস্টোরিয়ার বাসিন্দা ইউনিক ফুডের স্বত্বাধিকারী নুরুল ইসলাম।
শাহরিয়ার ২৩ জুলাই রাতে এক বন্ধুর বাসায় বেড়াতে যান। রাতে মাকে ফোন করে জানান, রাতে তিনি বন্ধুর বাসাতেই থাকবেন। রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সোফার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে অন্য বন্ধুরা ঘুম থেকে উঠে শাহরিয়ারকে সোফার নিচে মেঝেতে পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বন্ধুরা পুলিশে কল করেন। পুলিশ ও অ্যাম্বুলেন্স তাৎক্ষণিক এলেও তাঁকে আর জীবিত পাওয়া যায়নি। নিউইয়র্কের একটি হাসপাতালে শাহরিয়ারকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।