
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের পন্টিয়াক সিটিতে এক নারী দুর্ঘটনাবশত নিজেই অগ্নিদগ্ধ হয়েছেন। গাড়িতে ছারপোকা পাওয়ায় তিনি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এরপর তিনি সেই আগুনে দগ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। গাড়ির ভেতরে ছারপোকা দেখে তিনি আতঙ্কিত হয়েছিলেন। তিনি গাড়িতে অ্যালকোহল ছিটানোর পর সেগুলো পুড়িয়ে ফেলতে আগুন জ্বালান। এ কাজ করার সময় তার গায়েও আগুন ধরে যায়।
ওয়াটারফোর্ড আঞ্চলিক ফায়ার সার্ভিসকে সাহায্য করতে দ্রুত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ম্যাকলারেন ওকল্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।