Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

হাজার ডলার খরচ করে টিকা নিতে যুক্তরাষ্ট্রে ছুটছে মানুষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৪, ১ আগস্ট ২০২১

হাজার ডলার খরচ করে টিকা নিতে যুক্তরাষ্ট্রে ছুটছে মানুষ

বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকার সরবরাহ সংকট এবং টিকা প্রয়োগে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিপরীতে মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। এমন পরিস্থিতিতে টিকা পেতে হাজার হাজার ডলার খরচ করে বহু দেশের নাগরিকেরা ছুটছেন যুক্তরাষ্ট্রে। মে মাস পর্যন্ত শুধু সানফ্রানসিসকো বিমানবন্দরেই ৫০টি দেশ থেকে আসা অন্তত এক হাজার লোককে টিকা দেওয়া হয়েছে।

এমনই একজন ‘ভ্যাকসিন টুরিস্ট’ অ্যাম্বার চৌ। হোটেল ও বিমান ভাড়া মিলিয়ে ১৮ হাজার ডলার খরচ হলেও তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে এসে টিকা নিয়ে তিনি দারুণ খুশি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক ভিডিও প্রতিবেদনে তিনি উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘আমি টিকা নিয়েছি। আমি জানি, এখন আমাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এখনই নিজের কাছে নিজেকে সুপার ওমেন বলে মনে হচ্ছে। আমার শিশু সন্তান ও বয়স্ক বাবা–মায়ের সুরক্ষার জন্যও আমার সুরক্ষিত থাকা প্রয়োজন।’
বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকার সরবরাহ সংকট এবং টিকা প্রয়োগে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিপরীতে মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। এমন পরিস্থিতিতে টিকা পেতে হাজার হাজার ডলার খরচ করে বহু দেশের নাগরিকেরা ছুটছেন যুক্তরাষ্ট্রে। মে মাস পর্যন্ত শুধু সানফ্রানসিসকো বিমানবন্দরেই ৫০টি দেশ থেকে আসা অন্তত এক হাজার লোককে টিকা দেওয়া হয়েছে।

এমনই একজন ‘ভ্যাকসিন টুরিস্ট’ অ্যাম্বার চৌ। হোটেল ও বিমান ভাড়া মিলিয়ে ১৮ হাজার ডলার খরচ হলেও তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে এসে টিকা নিয়ে তিনি দারুণ খুশি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক ভিডিও প্রতিবেদনে তিনি উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘আমি টিকা নিয়েছি। আমি জানি, এখন আমাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এখনই নিজের কাছে নিজেকে সুপার ওমেন বলে মনে হচ্ছে। আমার শিশু সন্তান ও বয়স্ক বাবা–মায়ের সুরক্ষার জন্যও আমার সুরক্ষিত থাকা প্রয়োজন।’


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ