Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ক্যালিফোর্নিয়ায় গাড়ি চোর সন্দেহে এক নারী নাটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৮, ৩০ জুলাই ২০২১

ক্যালিফোর্নিয়ায় গাড়ি চোর সন্দেহে এক নারী নাটক

এল মন্টে অঞ্চলে গাড়ি চুরির সন্দেহে পুলিশ একজন সন্দেহভাজন নারীকে গ্রেফতার করেছে। নারীটিকে পুলিশ ৭৫ মিনিট ধরে তাড়া করার পর গ্রেফতার করতে সক্ষম হয়।

বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় সান বার্নাডিনো কাউন্টিতে পুলিশ ওই নারীকে ধাওয়া শুরু করে।

বিকেল ঠিক সাড়ে ৫ টার আগে সেই নারী ফন্টানার বেসলাইন এভিনিউর ইন্টারস্টেট ১৫তে একটি ট্রাফিক সিগনালে থামার চেষ্টা করলে পুলিশ প্রথম তাকে ধাওয়া করা শুরু করে। সে তখন একটি চুরি করা কিয়া সোল গাড়ি চালাচ্ছিলো।

ধাওয়া করার সময় সন্দেহভাজন নারীটি বারবার থামতো। কিন্তু পুলিশ কাছে আসলেই সে আবার গাড়ি নিয়ে পালিয়ে যেত।

এক পর্যায়ে, গাড়ির পিছনের বাম্পারটি উড়ে যায়।

ধাওয়াটি মেইন স্ট্রিট ও সান্তা আনিতা এভিনিউয়ের মাঝের একটি ইন্টারসেকশনে এসে শেষ হয়। পুলিশ সন্দেহভাজন মহিলাটিকে চারদিক দিয়ে ঘিরে ফেললে নারীটি  আত্মসমপর্ন করে।

ফনটানা পুলিশ বিভাগের অফিসাররা নারীটিকে সন্ধ্যা ৬টা ৪৫মিনিটের দিকে গ্রেফতার করে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ