Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আলাস্কায় ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, সুনামির সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৬, ২৯ জুলাই ২০২১

আলাস্কায় ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, সুনামির সম্ভাবনা

পেনিনসুলায় বৃহৎ ভূমিকম্পের কারণে আলাস্কার বেশকিছু অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দ্য ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিসি) জানায়, ভূকম্পনটি ৮ দশমিক ২ মাত্রার ছিল এবং পেরিভিলের পূর্ব এবং দক্ষিণ পূর্বের ৫৬ মাইল পর্যন্ত ছড়িয়ে পরে।

বুধবার (২৮ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে আলাস্কায় এই ভূমিকম্পটি হয়। ইউএসজিসি জানায়, কম্পনটি সমুদ্রপৃষ্ঠের ২৯ মাইল গভীরে উৎপন্ন হয়েছে৷

ভূমিকম্পের প্রভাবে দ্য ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার সাউথ আলাস্কা এবং আলাস্কা পেনিনসুলা পর্যন্ত সুনামি সতর্কতা জারি করেছে।

হিনচিনব্রুক এন্ট্রেন্স, সিওয়ার্ডের ৯০ মাইল পূর্ব, ইউনিম্যাক পাস, উনালাস্কার ৮০ মাইল দক্ষিণপূর্ব, সামালাগা পাস ও নিকোলস্কির ৩০ মাইল পূর্বদক্ষিণ পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।

হাওয়াই দ্বীপের জন্যও প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে সেটি বাতিল করে দেওয়া হয়।

ইউএও জিওলজিক্যাল সার্ভে আরো জানায়, ৬ দশমিক ২ মাত্রা ও ৫ দশমিক ৬ মাত্রার দুই ভূমিকম্প ওই এলাকায় অনুভূত হয়েছে। প্রথমটির আধা ঘণ্টা পর দ্বিতীয়টি অনুভূত হয়।

সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, ভূমিকম্প থেকে সুনামি উৎপত্তি হলে সেটি উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

জানা গেছে, ওই এলাকার সবাই ৮ দশমিক ২ মাত্রার কম্পনটি বেশ জোরেশোরে অনুভব করেছে। এতে অল্প কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ