নভেল করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সংখ্যক নাগরিকের ভ্যাকসিনের আওতায় আনতে জোর কার্যক্রম চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে এবার দেশটির ১২ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেয়ার কথা ভাবা হচ্ছে। খবর গার্ডিয়ান
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এমন ইঙ্গিত দিয়েছেন। বুধবার সিএনএনকে দেয়া এক বক্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রে কভিড-১৯ সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় যেসব আমেরিকান এখনো ভ্যাকসিন নেয়নি, তাদের ভ্যাকসিনেশনের আওতায় আনার পদক্ষেপ নেয়া খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে ১২ বছরের কম বয়সীরাও যাতে ভ্যাকসিন নিতে পারে, তার ব্যবস্থা করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।