Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আগের থেকে কমেছে মার্কিনীদের সম্ভাব্য গড় আয়ু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১৫, ২৩ জুলাই ২০২১

আগের থেকে কমেছে মার্কিনীদের সম্ভাব্য গড় আয়ু

২০২০ সালে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে সম্ভাব্য আয়ুষ্কাল কমে গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ২০২০ সালে মার্কিনীদের গড় আয়ু কমেছে অন্তত দেড় বছর।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানিয়েছে, ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিলো ৭৮ দশমিক ৮ বছর, আর ২০২০ সালে সেটি কমে হয়েছে ৭৭ দশমিক ৩ বছর।

গবেষকরা বলছেন, গড় আয়ু কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মহামারি। এছাড়া সাম্প্রতিক কাল মাদক গ্রহণে উচ্চ মৃতের সংখ্যাও অন্যতম কারণ।

দেশজুড়ে আবার করোনা সংক্রমণ বাড়তে থাকার পাশাপাশি গত সপ্তাহের চেয়ে মৃত্যুর সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷

করোনা মহামারি চলাকালীন সময়ে ৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই গড় আয়ু সবচেয়ে কমে গেছে৷ 

মূলত বর্ণ ও জাতিভেদে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে গড় আয়ু কমেছে। হিসপ্যানিকদের মধ্যে গড় আয়ু সবচেয়ে বেশি কমেছে ৩ দশমিক ৩৭ বছর। কৃষ্ণাঙ্গদের মধ্যে গড় আয়ু কমেছে সাড়ে তিন বছর।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ