Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৯, ১২ জুলাই ২০২১

ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে একজনের মৃত্যু

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের কারণে এই বছরে মৃত প্রথম ব্যক্তির সংবাদ পাওয়া গিয়েছে।

জনস্বাস্থ্য কর্মকর্তারা জানান মৃত ব্যক্তিটি সান লুইস অভিস্পো কাউন্টির বাসিন্দা। মশাবাহিত ভাইরাসের কারণে মারা যান তিনি।

সংস্থাটি জানায়, গরম আবহাওয়ার কারণে মশার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে। ভাইরাসটিতে আক্রান্ত হওয়া অধিকাংশ ব্যক্তিরই কোন লক্ষণ দেখা যায় না। আর এর মাধ্যমে অল্পসংখ্যক মানুষ মারাত্মক স্নায়ুঘটিত সমস্যার সম্মুখীন হতে পারেন।

রাজ্যের হিসাব মোতাবেক, ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত ওয়েস্ট নাইল ভাইরাসে মোট ৩০০ জন মানুষ মারা গিয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।a

সংবাদটি শেয়ার করুনঃ