Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ফ্লোরিডার ভবন ধস: মৃত বেড়ে ৮৬, নিখোঁজ ৪৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৬, ১১ জুলাই ২০২১

ফ্লোরিডার ভবন ধস: মৃত বেড়ে ৮৬, নিখোঁজ ৪৩

ফ্লোরিডার মায়ামি-ডেড কাউন্টির ভবন ধসে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৪৩ জন।

মায়ামি-ডেড কাউন্টি মেয়র ডেনিয়েল্লা লিভাইন কাভা শনিবার (১০ জুলাই) সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

জুনের ২৪ তারিখ ফ্লোরিডার সার্ফসাইডের ১২ তলা আবাসিক ভবনটি ধসে পরে। এরপর থেকেই জীবিত বাসিন্দাদের উদ্ধারের কার্যক্রম শুরু হলেও কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। এখন কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

বুধবার ধংসস্তুপের ভেতর থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে৷ উদ্ধারকর্মীরা জানান, তারা বড় একটি কংক্রিটের ধস সরাতে সক্ষম হয়েছেন।

জুন ২৪ তারিখে ঘটে যাওয়া এই ধসের কারণ জানতে গ্র‍্যান্ড জুরি ইনভেস্টিগেশন করা হচ্ছে।

এর আগে, উদ্ধারকাজ গতিশীল করতে এবং আসন্ন উপকূলীয় ঝড়ের কারণে ঝুঁকি সৃষ্টি হওয়ায় ভবনের অক্ষত অংশটি গুড়িয়ে দেওয়া হয়।

রবিবার (৪ জুলাই) রাতের দিকে বিস্ফোরকের মাধ্যমে চ্যাম্পলেইন টাওয়ার সাউথের বাকি অংশ গুড়িয়ে দেওয়া হয়।

ভবন গুড়িয়ে দেওয়ার কারণে উদ্ধারকাজ বেশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। উদ্ধারকর্মীরা এখন আবারো উদ্ধার কার্যক্রম শুরু করতে যাচ্ছে৷

ভবন ধসের শুরুর দিকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও পরবর্তীতে আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ