Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ফ্লোরিডা দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখন ৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫২, ৮ জুলাই ২০২১

আপডেট: ১১:৫৫, ৮ জুলাই ২০২১

ফ্লোরিডা দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখন ৪৬

তল্লাশি দল, বুধবার ফ্লোরিডা'র ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে আরো ১০টি মৃতদেহ টেনে বের করতে সমর্থ হনএবং সেই সঙ্গে মৃতের সংখ্যা ৪৬এ এসে দাঁড়ায়I যদিও, ৯৪জন এখনো নিখোঁজ রয়েছেনI ভবনের অন্য একটি অংশ রবিবার গুড়িয়ে দিলে, উদ্ধারকারীদের জন্য নুতন করে দেহের তল্লাশি ও উদ্ধার করা সহজ হয়ে ওঠে, যা কাঠামোগত ঝুঁকির কারণে এতদিন সম্ভব হয়নি I

মায়ামি ডেইড'র সহকারী অগ্নি প্রধান রাইড জাদাল্লাহ বলেন, ৩২টি দেহকে সনাক্ত করা সম্ভব হয়েছেI মঙ্গলবার, তল্লাশি তৎপরতা, উচ্চ বাতাসের বেগ ও বজ্রপাতের কারণে, প্রায় দু ঘন্টার জন্য স্থগিত রাখা হয় এবং উদ্ধারকারী দল কিছুটা সময়ের জন্য স্বস্তি পেয়েছিলেন I

সার্ফসাইড কাউন্টির মেয়র, চার্লস বার্কেট প্রতিশ্রুতি দিয়েছেন যে, আমাদের তল্লাশি অভিযান, যতদিন না আমরা সবাইকে ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আনবো, ততদিন অব্যাহত থাকবেI তিনি ভয়ংকর ঝুঁকি নিয়ে তল্লাশি দল যে উদ্ধারকাজ চালাচ্ছেন, সেজন্য তাদের প্রশংসা করেনI


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ