এরিক অ্যাডামস
আঠাশ বছর পর কৃষ্ণাঙ্গ মেয়র পেতে যাচ্ছে নিউইয়র্ক। নতুন মেয়র হতে যাচ্ছেন এরিক অ্যাডামস। কিছুক্ষণ আগে প্রাইমারি নির্বাচনে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক ডেমোক্র্যাটিক অধ্যুষিত হওয়ায় ধরে নেয়া হচ্ছে তিনিই মূল নির্বাচনে জয়ী হয়ে মেয়রের ক্ষমতা গ্রহণ করবেন।
গত ৩০ জুন নির্বাচন বোর্ড নতুন করে গণনার ফল প্রকাশ করে। তাতে, এরিক অ্যাডামস ৫১ দশমিক ১০ শতাংশ ভোট পেয়ে প্রথম অবস্থানে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্যাথরিন গার্সিয়া পেয়েছেন ৪৮ দশমিক ৯ শতাংশ ভোট। গত ২২ জুন অনুষ্ঠিত হয় ভোট। এবারই প্রথমবারের মতো র্যাংক চয়েস পদ্ধতিতে নিউইয়র্কের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটাররা তাঁদের পছন্দের তালিকা অনুযায়ী ভোট প্রদান করেছেন।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610, +1 (718) 355-9232 এই নাম্বারে।