
সৌদি নারীরা
সৌদি আরবের মতো দেশে নারীরা একা বসবাস করবেন? বিষয়টি ভাবাই যেতো না। আইননতও নিষিদ্ধ। সেসব এখন অতীত হতে চলেছে। মুদ্রার উল্টোপিঠ দেখতে যাচ্ছে গোটা বিশ্ব। সংশোধন হতে যাচ্ছে শরীয়াহ আইন।
দেশটির আইন অনুযায়ী, নারীদের পুরুষ নিকটাত্মীয় কিংবা অভিভাবক ছাড়া একাকী বসবাস আইনত নিষিদ্ধ। সেই বিধি উঠে যাচ্ছে। অবিবাহিত, তালাকপ্রাপ্ত অথবা বিধবা নারীদের একাকী বসবাসের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানিয়েছে, আইনের ১৬৯(বি) ধারা অবলুপ্ত করতে যাচ্ছে বিচারিক কর্তৃপক্ষ। এ বিষয়ে কথা বলেছেন আইনজীবী নাইফ আল–মানসি। জানালেন, প্রাপ্তবয়স্ক কোন নারী একাকী থাকতে চাইলে পরিবারের আইনি ব্যবস্থার সুযোগ আর থাকছে না।
এবার একটু পেছনে ফেরা যাক। গত বছরের জুলাইয়ের ঘটনা। সৌদি আরবের লেখিকা মরিয়ম আল–ওতাইবি ঐতিহাসিক এক রায়ের সাক্ষী হয়েছিলেন। আইনি লড়াইয়ের মাধ্যমে পরিবার ছাড়াই একাকী বসবাস ও ভ্রমণের অধিকার পেয়েছিলেন। এ বছরের শুরুতে নারীদের আইডি কার্ডে পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই নাম বদলের সুযোগ মিলেছে। শুধু কি তাই। নারীরা এখন মাঠে গিয়ে খেলা দেখছেন, রেস্তোরাঁয় পুরুষ সঙ্গীর সঙ্গে বসে খাচ্ছেন, চালাচ্ছেন গাড়িও।
জানা গেছে, এসবই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগ। ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ। তারই অংশ হিসেবে সৌদি সমাজে সংস্কার আনতে নারীদের এমন প্রাপ্য সুযোগ–সুবিধা দেয়া হচ্ছে।