
যৌথ জীবনের ভগ্নাংশে অল্প কিছুটা হেঁয়ালি
একজোড়া অবিস্মিত সহজিয়া চোখে
অন্যরকম দীঘর্শ্বাসে বুঝিয়ে বলে
তোমাকে আপন করাটা হলোনা আর।
এভাবে কোনকালে হয়না বসবাস
কভু দ্বৈরথে দুলিয়ে মন ,
রক্তক্ষরণে কান্নাটা বাড়ায় গোপনে
অলস দুপুরের চোখের আঙিনায়।
তার চেয়ে যাপিত দ্বৈরথ ছেড়ে দিয়ে
অন্য কোথাও জাগাতে পারো সম্ভাবনা
আমার কোন নিষেধ নেই ,
সহজেই আলাদা করতে পারি মুঠো।
নিবিড়তা বাড়ালেই দুঃখ আসবে খুব কাছে
এর চেয়ে খুঁজে নিতে পারো
বিশুদ্ধ কোন এক বাঁধন, মায়াভরা করিডোর
কিংবা তোলপাড় করা মুহুর্তের অলৌকিকতা।
আমার কোন ভাবনা নেই
সহজ চোখেতে সবুজ দেখতে পারি ,
চলমান এ পথ ছুঁয়ে দুঃসময়ে
অনায়াসে বুকে তুলে নিতে পারি কোন সতীর্থ আঁধার।