Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

একটি পরবাসী পদ্য

স্বপ্ন কুমার

প্রকাশিত: ১০:৩৩, ১৯ মার্চ ২০২২

একটি পরবাসী পদ্য

শরতের দিন গেছে সেই কবে আর
খড়-কুটো-বাসা  ছেড়ে বাবুই ফেরার

আবার হবে কি দেখা তাহাদের সাথে
হারিয়ে গিয়েছে যারা ঘোর অমারাতে

ফিরে আসে ভালোবেসে তবু কেউ কেউ 
সময় হারিয়ে যায় সময়ের ঢেউ—

বারবার ফিরে আসে কে না জানে হায়!
সবকিছু একদিন অতীতে হারায়

আম গাছ জাম গাছ পুদিনার পাতা
রাখিও রাখিও মনে কুমারের কথা

সবুজ ধানের ক্ষেত সরিষার বন
বুঝেনা বুঝেনা কেউ কুমারের মন

জারুল কদম ওগো শিমুলের লাল
জানবে না কভু কেউ কুমারের হাল

তুতফল পানিফল কাঁচা পাঁকা কুল
করিও করিও ক্ষমা কুমারের ভুল

পুঁই শাক পাট শাক সজিনার ডাল
ভিন দেশে ভিন নামে আর কতো কাল...

সংবাদটি শেয়ার করুনঃ