
দোয়েল পাখি মিষ্টি সুরে
গাইছে সুখের গান,
নীল আকাশে বিজয় নিশান
আসল খুশির বান।
শাপলা ফোটা নদ-নদীতে
ছুটল স্রোতের ধারা,
নৌকার মাঝি উঠল হেসে
আনন্দে আত্ম হারা।
বাউল গায় একতারা হাতে
কৃষক গায় মাঠে,
জয় পেয়েছি একাত্তরে
বলছে শিশু পাঠে।
[শিল্প-সাহিত্য সম্পাদনা: আশরাফ হাসান]