
বিজয় বিজয় বলে আমিও উত্তাপ আঁকি
সূর্যের বুকের মতোন
আমিও হৃদয় খুলি জ্বলজ্যান্ত রোদের উদ্যানে
পৃথিবীর মুখের কাছে মুখ রেখে বলি
এ আমার চির আনন্দের বাংলাদেশ
এ আমার চির বন্ধনের বাংলাদেশ
যখন আমার চোখের ভেতর অজস্র পাখির চোখ
মনের পাঁজর জুড়ে ঝাঁক ঝাঁক পাখির ডানা
দৃষ্টিজুড়ে আদিগন্ত সবুজ সম্ভ্রান্তি
হৃদয় তখন সর্ষের মাঠের মতো ছড়ানো বাংলাদেশ
অকস্মাৎ দেখি বুকের বিবরে ধুকপুক
বিজয়ের তোপধ্বনি
যেনো বন্দিত্বের দেয়াল ভাঙা থরোথরো মুক্তির কম্পন
নির্যাতিত মানুষের বুক বেয়ে উদ্ধত মুক্তির মিছিল
এবং একাত্তরের সেই উত্তাল ক্ষণের অগ্নিবত স্লোগান
ডুমুর পাতার ফাঁকে চেয়ে থাকা নিভৃত ছায়ার পাশে
ঢেউখেলা ধানের জগৎ
ঘুমঘুম নিঝুমতায় ছিটানো গ্রামগুলির বিনম্র নিভৃতি কোথাও হেলান দেয়া দিগন্তের যেনো নীল হরিণীর পিঠ
এসব গ্রামের ভাঁজে ভাঁজে পাখিগুলো রেখে যায় বিজয়ের গান
জগতের সব ফুল থেকে রঙ তুলে
সাজাই বাংলাদেশ, লিখি বাংলাদেশের নাম
ভোরের তারুণ্যে সে বিস্ময় যুবতী
নববধূ বুঝি ঘোমটা উজিয়ে
ঠোঁটে মাখে রোদের লিপস্টিক
হঠাৎ ভিজিয়ে রাখে টুপটাপ শিশিরের জল
প্রজাপতি মুখ ধুয়ে ফুলে লেখে বিজয় চুম্বন
তোমার চুলের মতো কালো ভোমরের গুঞ্জন
এঁকে হৃদয় যখন পাতার বাঁশি
শালিকের সুরে তখন হৃদয় মুক্তির গান
হৃদয়ের গান হৃদয় ব্যতিত কে আর গায়
আমার হৃদয়ে আজ বাংলাদেশের গান
এবং
বিজয় বিজয় বলে বুকে রাখি বাংলাদেশ।
[শিল্প-সাহিত্য সম্পাদনা: আশরাফ হাসান]