
সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাতে রেস্টুরেন্টসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায় উন্নতি করছে প্রবাসী বাংলাদেশিরা। সেই ধারাবাহিকতায় দেশটির আজমান রাশেদিয়ায় বাংলাদেশী মালিকানাধীন আল মেহেদা রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, প্রতিষ্ঠানের পরিচালক মাজহারুল ইসলাম মাহবুব।
এছাড়া পরিচালক শেফালী আক্তার আখি, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, শেখ ফরিদ আহমেদ সিআইপি, মাহাবুর আলম মানিক সিআইপি, ইসমাইল গণি চৌধুরী, জাহাঙ্গীর আলম সিআইপিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।