Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মুসলিম দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি চায় তালেবান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:০৪, ২০ জানুয়ারি ২০২২

মুসলিম দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি চায় তালেবান

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত আফগান প্রধানমন্ত্রী মোল্লাহ হাসান আখুন্দ। 

আজ ১৯ জানুয়ারি রাজধানী কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আফগান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে বিশ্বের সব সরকারের কাছে অনুরোধ জানান তিনি। 

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য সব ধরনের শর্ত পূরণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। গত সেপ্টেম্বরের শুরুতে সরকার গঠন করে তালেবান। সেই সরকারের অন্যতম শীর্ষ পদে বসেন মোল্লাহ হাসান আখুন্দ। 

কাবুলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের সকল দেশের সরকার, বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে আবেদন, আপনারা আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়া শুরু করুন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ