
ইন্টারপোল
বিশ্বুজড়ে অন্তত ১ লাখ ১৩ হাজার ভুয়া অনলাইন ফার্মেসী বন্ধ করে দিয়েছে ইন্টারপোল। নকল ও অবৈধ ওষুধ এবং মেডিকেল পণ্য বিক্রির অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
মঙ্গলবার এক বিবৃতিতে ইন্টারপোলের মহাসচিব জার্গেন স্টক বলেন, মহামারি বহু মানুষকে অনলাইন মাধ্যমে নির্ভরশীল করেছে। তারই সুযোগে নিয়েছে অপরাধীরা। তিনি জানান, গত ১৮ মে থেকে ২৫ মে’র মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ ভুয়া কোভিড-১৯ টেস্টিং কিট ও ফেস মাস্ক জব্দ করা হয়। উদ্ধার হওয়া মেডিকেল পণ্যগুলোর সর্বমোট মূল্য আনুমানিক ২ হাজার ৩০০ কোটি ডলার।