Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রে ফাইভ-জি চালু ঘিরে বিমান চলাচলে বিশৃঙ্খলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২০ জানুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে ফাইভ-জি চালু ঘিরে বিমান চলাচলে বিশৃঙ্খলা

বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রধান প্রধান বিমান সংস্থাগুলো তাদের যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের সময়সূচি পুনরায় নির্ধারণ অথবা বাতিল করছে। যুক্তরাষ্ট্রে ফাইভ-জি সেবা চালু করার বিষয় ঘিরে বিমানের সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে বৈশ্বিক বিমান চলাচলে এই বিশৃঙ্খলা দেখা দেয়। 

ফাইভ-জি সেবা চালু হলে তা বিমানগুলোকে উচ্চতা পরিমাপে বাধার মুখোমুখি করতে পারে বলে সতর্ক করে দিয়েছে দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। 

দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতিতে কিছু বিমানের অবতরণের সময় এই উচ্চতা পরিমাপ অত্যন্ত জরুরি। বিমান সংস্থাগুলো বলছে, বোয়িং-৭৭৭ ও ৭৪৭ মডেলের উড়োজাহাজগুলো ফাইভ-জি সেবার কারণে ক্ষতির মুখে রয়েছে। 

বিমানবন্দরের কাছে ফাইভ-জি সেবা চালু স্থগিত রাখবে বলে ঘোষণা দেওয়া সত্ত্বেও বিশ্বের প্রধান কয়েকটি এয়ারলাইনস তাদের ফ্লাইট বাতিল অথবা উড়োজাহাজের মডেল বদল করেছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ