
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রে শিশুদের হাসপাতালে ভর্তির হার বেড়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা মহামারি শুরুর পর এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তথা সিডিসি।
দেশটির সরকারি হিসেব অনুযায়ী, এখনও এ বয়সের শিশুরা টিকা নেওয়ার জন্য উপযুক্ত নয়। ১৪টি অঙ্গরাজ্যের ২৫০টির বেশি হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করেছে সিডিসি।
সংস্থাটি জানিয়েছে, যেসব শিশুদের বয়স পাঁচ থেকে ১৭ বছর তাদের এক লাখের মধ্যে মাত্র একজনকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে । কিন্তু যাদের বয়স পাঁচ বছরের নিচে তাদের হাসপাতালে ভর্তির হার বেশি।
সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়ালেনস্কি বলেন, সামগ্রিকভাবে মহামারি শুরুর পর শিশুদের হাসপাতালে ভর্তির হার এখন সর্বোচ্চ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।