
রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তাদের পাশে দাঁড়িয়েছে স্বনামধন্য চ্যারিটি সংস্থা বাসমাহ। সেই ধারা অব্যাহত রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহŸান জানিয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে বার্ষিক ফান্ডরাইজিংয়ের আয়োজন করা হয়েছে।
আগামী ৪ ডিসেম্বর রোববার বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে এই ফান্ডরাইজিং অনুষ্ঠিত হবে। মারইয়াম মাসুদের উপস্থাপনায় এতে বক্তব্য রাখবেন ইমাম খালিদ লতিফ এবং ইমাম সিরাজ ওয়াহহাজসহ আরও অনেক বরেণ্য ওলামায়ে কেরাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ফাতিমা মাসুদ। সবাইকে এই ভার্চুয়াল আয়োজনে যুক্ত হওয়ার অনুরোধ জানিয়েছে বাসমাহ কর্তৃপক্ষ।
এক বার্তায় সংস্থাটির প্রধান মীর হোসাইন বলেন, রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আরও বেশি সহযোগিতা দরকার। আশাকরি, সবাই এ ব্যাপারে আন্তরিকভাবে এগিয়ে আসবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।