ড. এ কে আব্দুল মোমেন ও ক্রিস্টিন এস. বার্গনার
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ স্পষ্ট একটি রোডম্যাপ দরকার। এমনটা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৬ জুন বুধবার বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস. বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে এ কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, মানবিক বিবেচনায় আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের ওপর এ সংকটের সমাধান নিহিত, যা গত চার বছরে সম্ভব হয়নি।কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘসময় ধরে অবস্থানের কারণে সেখানকার মূল জনগোষ্ঠীর ওপর বিরূপ প্রভাব পড়েছে। সেকারণে ভাসানচরে স্থানান্তরের কথা উল্লেখ করে সেখানে রোহিঙ্গাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি। জাতিসংঘ যাতে ভাসানচরে মানবিক সহায়তা প্রদান করে সে বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় জাতিসংঘের বিশেষ দূত বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী অনুকূল পরিবেশ তৈরি এবং অচিরেই যাতে প্রত্যাবাসন কাজ শুরু করা যায় সেজন্য জাতিসংঘ সদস্যরাষ্ট্রসহ মিয়ানমারের অভ্যন্তরীণ ও বাইরের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রেখেছে। এছাড়া ভাসানচর পরিদর্শন করতে বিশেষ দূত তার আগ্রহের কথা জানান।