
বন্দুকহামলার পর ঘটনাস্থলে পুলিশ
টেক্সাসের অস্টিনে বন্দুকধারীর হামলায় ১৩ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১২ জুন) বিনোদনের শহর হিসেবে খ্যাত অস্টিনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
অস্টিনের পুলিশ প্রধান জোসেফ চ্যাকন জানান, এই হামলায় কারো মৃত্যু হয়নি। তবে ১৩ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। অন্য ১১ জনের অবস্থা স্থিতিশীল। ঘটনাসূত্রে জানা যায়, রাত ১টা ২৪ মিনিটে ৪০০ ব্লকের ইস্ট সিক্সথ স্ট্রিটের একটি লাইভ মিউজিক বার ও ক্যাফের সমাগমের মধ্যে গুলিবর্ষণ করেন কে বা কারা। গুলিবর্ষণের পরপরই হামলাকারীসহ অন্য অনেকেই ঘটনাস্থল ত্যাগ করেন।
জানা গেছে, অস্টিনে ওইসময় প্রায় ১০ হাজার জন বাসিন্দার উপস্থিতি ছিলো। হামলার পর পুলিশ গাড়ি দিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ১০ জনকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। বাকি ৩ জন নিজেরাই হাসপাতালে যায় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে।