
পাঁচ লাখ নিউইয়র্কারের বকেয়া গ্যাস ও ইলেকট্রিক বিল মওকুফ করেছে স্টেট। এর সাথে ৫৬ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকেও বকেয়া ইউটিলিটি বিল দিতে হবে না। ১৯ জানুয়ারি গর্ভনর ক্যাথি হোকুলের অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে গর্ভনর হোকুল বলেন, ‘প্রত্যেক নিউইর্য়কার এফোর্ডেবল এনার্জি পাবার অধিকার রাখে। কিন্তু অর্থনৈতিক সংকটে অনেকেই লাইট বন্ধ করে রাখেন। হিট চালু করেন না।’
তিনি বলেন, ‘আমি স্টেট অফ দ্যা স্টেট ভাষণে নিউইয়র্কারদের এই শীতে উষ্ণ থাকতে ইউটিলিটি বিল রিলিফ করার প্রস্তাব করেছি।’
নিম্ন মধ্যবিত্ত নিউইয়র্কাররা ৬৭৫ মিলিয়ন ডলার সহায়তা পাচ্ছেন বকেয়া ইলেকট্রিক ও গ্যাসের বিল পরিশোধের জন্য। এছাড়াও ২০০ মিলিয়ন ডলার ইউটিলিটি বিল পরিশোধে সহায়তা পাবেন, যাদের বাৎসরিক আয় ৭৫ হাজার ডলারের নিচে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।