ব্রঙ্কসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩ শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন, যাদের মধ্যে ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়েছেন ৩ জন।
৩০ অক্টোবর সকাল ৬টার দিকে ক্যাসেল হিল সেকশনের ক্যাসেল হিল এভিনিউ থেকে কুইম্বি অ্যাভিনিউতে একটি তিনতলা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা ১০ এবং ১২ বছর বয়সী দুই ছেলে শিশু এবং ১৫ বছর বয়সী একটি মেয়ে শিশু। এছাড়া ২২ বছরের এক যুবকও নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন অনেক ওপরে উঠে গিয়েছিলো। কেউ কেউ জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে এসেছেন আবার কেউ কেউ আটকা পড়েছেন।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের সহকারী প্রধান কেভিন ব্রেনান বলেন, প্রায় শতাধিক ফায়ার সার্ভিস কর্মকর্তার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত চলছে বলেও জানান তিনি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।