Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কুইন্সে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর, ভারতীয় দূতাবাসের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ২১ আগস্ট ২০২২

কুইন্সে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর, ভারতীয় দূতাবাসের ক্ষোভ

নিউইয়র্কের কুইন্সে স্বাধীন ভারতের জনক মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙচুর করা হয়েছে। গত ১৮ আগস্ট এই ঘটনা ঘটে। একটি হিন্দু মন্দিরের বাইরের চত্বরে ছিল গান্ধীর এই মূর্তি। নিউইয়র্ক পুলিশ ঘটনাটিকে ‘হেইট ক্রাইম’ বলে আখ্যা দিয়েছে।

মন্দিরের সিসিটিভি ফুটেজের দৃশ্যে দেখা গেছে, প্রথমে এক ব্যক্তি বড় হাতুড়ি দিয়ে মূর্তির মাথায় আঘাত করে। এরপর ছয়জন ব্যক্তির একটি দল এসে মূর্তিটিকে হ্যামার দিয়ে আঘাত করতে থাকে এবং সেটির হাত-পা ভেঙে ফেলে। 

এই ঘটনার নিন্দা ও তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস। নিউইয়র্ক পুলিশ বিভাগ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। রাজ্যের পুলিশ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই ঘটনাকে ‘হেইট ক্রাইম’ বলে আখ্যা দিয়েছেন। 

তিনি জানিয়েছেন, মন্দিরের সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং তার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ