নিউইয়র্কে করোনার প্রকোপ অনেকটাই কমে এসেছে। এ অবস্থায় বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহারের পাশাপাশি সিটির স্কুলে দুই থেকে চার বছর বয়সী শিশুদের জন্য মাস্ক ম্যানডেট প্রত্যাহার করা হচ্ছে। গত ৯ জুন এই ঘোষণা দেন সিটি মেয়র এরিক অ্যাডামস।
তিনি জানান, আগামী ১৩ জুন থেকে এই নির্দশনা কার্যকর করা হবে। করোনার সংক্রমণ কমে আসায় স্কুলের ছোট ছোট বাচ্চাদের জন্যে মাস্ক পরার বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেয়র এরিক অ্যাডামস।
তিনি বলেন- এখনই সময়, করোনার বিধিনিষেধ থেকে আমাদের শিশুদেরকে মুক্তি দিতে হবে।
করোনা নিয়ে এখন আর অতটা ভয় পাওয়ার কিছু নেই। তারপরও কেউ যদি স্বেচ্ছায় মাস্ক পরতে চায়, তাহলে সে এটা করতে পারবে। এক্ষেত্রে তাকে কোনো প্রকার বাধা দেওয়া হবে না।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।