
বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ ৩৪৫ মিলিয়ন ডলারের ‘কাভারেজ ফর অল’ নামক একটি বিল উত্থাপন করেছেন। বিলটি সিটি কাউন্সিলে পাস হলে ১ লাখ ৫০ হাজার আনডক্যুমেন্টেড ইমিগ্র্যান্টের হেলথ কাভারেজ নিশ্চিত হবে।
তারা পাবেন কোয়ালিটি হেলথ কেয়ার। প্রস্তাবিত এই বিলে তার সাথে রয়েছেন কাউন্সিল মেম্বার ফ্রানসিসকো মেশন এব্রু এবং লিন স্যুলম্যান। সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার এই বিলকে স্বাগত জানিয়েছেন।
সিটি কাউন্সিল হেলথ কমিটির চেয়ারম্যান বলেছেন, সবার জন্য স্বাস্থের এই বিল তৈরিতে আমি আনন্দিত। এতে ইমিগ্রেশন স্ট্যাটাসকে বাদ দেয়া হয়েছে। ফলে কাগজপত্রহীন লাখো ইমিগ্র্যান্ট স্বাস্থ্য সেবা পাবেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।