Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে বসেই পাওয়া যাবে বাংলাদেশের ই-পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২২

নিউইয়র্কে বসেই পাওয়া যাবে বাংলাদেশের ই-পাসপোর্ট

বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন-ব্যবস্থার সাথে তাল রেখে বাংলাদেশও ই-পাসপোর্ট চালু করেছে। এতে প্রবাসীদের অনেকেরই প্রশ্ন, তারা কি বিদেশ থেকেই ই-পাসপোর্ট নিতে পারবেন, নাকি দেশে গিয়ে নিতে হবে। কারণ মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দেশ থেকে আগেই মিলছিল। 

বাংলাদেশে যখন ই-পাসপোর্ট চালু হয়, তখন এটি যুক্তরাষ্ট্রে দেওয়া সম্ভব হয়নি। গত বছর থেকে এই সেবা যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। তাই নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা বর্তমানে নিউইয়র্কে বসেই ই-পাসপোর্ট পেতে পারেন। 

চাইলে এই পাসপোর্ট ১০ বছর মেয়াদের জন্য নেওয়া যেতে পারে। অনলাইনে ই-পাসপোর্টের ফরম পূরণ করে ফি জমা দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনস্যুলেটে যেতে হবে। 

সেখানে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর পাসপোর্ট নিতে হবে। কনস্যুলেট সূত্রে জানা গেছে, ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ