
নিউইয়র্ক নগরের মেয়র হিসেবে এরিক অ্যাডামসের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দেয়া হয়েছে। করোনা সংক্রমণের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্রুকলিনের কিংস থিয়েটার হলে আগামী ১ জানুয়ারি শনিবার বিকেলে জাকজমকের সাথে এই উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ঐতিহ্য অনুযায়ী নিউইয়র্ক নগরের মেয়র হিসেবে ক্ষমতা গ্রহণ এবং উদ্বোধনী অনুষ্ঠান নগর ভবন সংলগ্ন এলাকাতেই হয়ে থাকে।
তবে এবার ব্রুকলিনবাসীকে সম্মান জানানোর জন্য এরিক অ্যাডামস তাঁর উদ্বোধনী অনুষ্ঠান কিংকস থিয়েটারে করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সংক্রমণের কথা বিবেচনা করে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার কথা জানান তিনি। তিনি বলেন, জনস্বাস্থ্য ও নিরাপত্তাকেই সব সময় অগ্রাধিকার দিতে হবে।
নিউইয়র্ক নগরে কাজ করার জন্য কোথাও একটি বিছানা পেলেই হলো। কাজ শুরু করার জন্য আমার কোনো উদ্বোধনী অনুষ্ঠানের প্রয়োজন নেই। জনগণেকে নিরাপদ রাখাই আমার সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন এরিক এডামস।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।