Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইতালিতে অভিবাসী শিশুদের নাগরিকত্ব দেওয়ার আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৪১, ২১ জুন ২০২১

ইতালিতে অভিবাসী শিশুদের নাগরিকত্ব দেওয়ার আহ্বান

আন্দ্রেয়া ইয়াকোমিনি

ইতালিতে জন্ম নেওয়া অভিবাসী ও শরণার্থী পরিবারের সন্তানদের দেশটির নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সম্প্রতি সংস্থাটির ইতালির মুখপাত্র আন্দ্রেয়া ইয়াকোমিনি বলেন, ইটালিতে শরণার্থী ও অভিবাসী পরিবারের শিশুদের নাগরিকত্বের বিষয়টি নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা শুরু করতে চাই।

অভিবাসীদের নিয়ে কাজ করা ইতালির বিভিন্ন সংগঠন ও বামপন্থী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি বহুদিন ধরে দেশটির নাগরিকত্ব আইন সংশোধনের দাবি জানিয়ে আসছে। তবে দেশটির লিগ পার্টির মতো ডানপন্থী দলগুলো এর বিরোধিতা করছে। 

আন্দ্রেয়া ইয়াকোমিনি আশা করছেন, তর্ক-বিতর্ক থাকলেও রাজনীতিবিদরা এটি নিয়ে ঠাÐা মাথায় আলোচনা করবেন। ইটালির অন্তত দশ লাখ শিশু যাদের বাবা-মা বিদেশি, যে শিশুরা ইটালিতে জন্মগ্রহণ করেছে, এখানকার স্কুলে পড়ছে এবং এখানকার ভাষা বলছে তাদের নাগরিকত্বের বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছেন তারা।

সংবাদটি শেয়ার করুনঃ