Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সাস্ট এলামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর বর্ণাঢ্য অভিষেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

সাস্ট এলামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর বর্ণাঢ্য অভিষেক

যুক্তরাষ্ট্রে বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্ট এলাইনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর উদ্যোগে সাস্টিয়ান নাইট ও নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।

১৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেন নিউইয়র্ক শহরের কুইন্স ব্লু-বার্ডের আগ্রা প্যালেস পার্টি হলে। সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে অনুষ্ঠান।

মিলনমেলায় অংশ নেয় নিউইর্য়ক, নিউজার্সি, কানেকটিকাট, ভার্জিনিয়া, মিশিগানসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটে অবস্থানরত শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথিবৃন্দদের আলাপচারিতায় মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়কের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, বিশেষ অতিথি ছিলেন এনওয়াইপিডির ১০৪ প্রিসিস্কংটের এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন এ.কে.এম শফিউল আলম প্রিন্স এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববদ্যিালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক সালেকুর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সের সাবেক ডীন ও পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিবুল আহসান।

সাস্ট এলামনাই অব ইউ.এস.এর ইতিহাসে প্রথমবারের মত প্রকাশিত স্মরণিকার মোড়ক উম্মোচন করেন সালেকুর রহমান চৌধুরী। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ