নিউইয়র্কের দারুস সালাম মসজিদের সামার স্কুল-২০২৪ এর গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। ৯০-এর বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। অনুষ্ঠানের পুরো আয়োজনে সহযোগিতায় ছিল সেভ দ্য পিপল, ইলহাম একাডেমি, দারুস সালাম মসজিদ পরিচালনা কমিটিসহ অন্যান্যরা।
অতিথিরা তাদের বক্তব্যে গ্রাজুয়েটদের অভিনন্দন জানান এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন।
বক্তরা বলেন, শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম দিয়ে এই সফলতা অর্জন করেছে। তাদের কৃতিত্ব উদযাপন করতে পেরে আমরা রোমাঞ্চিত। এর পাশাপাশি আমরা সামার স্কুল-২০২৪ এর শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
অনুষ্ঠান সফল করতে যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রম দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।