নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ৭৪ ষ্ট্রীটের মেরিট কাবাব রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। সেই রেস্টুরেন্টসহ আশেপাশের কয়েকটি দোকান ও ওপরের মুক্তধারা ষ্টোর ভস্মীভূত হয়ে গেছে।
ক্ষতিসাধন হয়েছে ব্যাপক। ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলছেন, কমপক্ষে ২০-২৫টি গাড়ী প্রায় দেড় ঘন্টা যাবত আগুন নেভানোর চেষ্টা করে তবেই সফল হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।