
নিউইয়র্ক স্টেট ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে এনডোর্সমেন্ট সেরিমনির আয়োজন করেছে পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস। রাজনৈতিক সংগঠনটির পক্ষ থেকে এটি দ্বিতীয় এনডোর্সমেন্ট সেরিমনি।
আগামী ১৪ জুন শুক্রবার বিকেল সাড়ে ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভারর্সিটি প্লাজায় এই আয়োজন সম্পন্ন হবে। অনুষ্ঠানে ইউএস ফেডারেলের কংগ্রেস মেম্বার, নিউইয়র্ক স্টেটের সিনেট ও অ্যাসেম্বলি মেম্বার, সিটি কাউন্সিলরসহ ডেমোক্রেট দলীয় নির্বাচিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
এক বার্তায় অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন গ্লোবাল পিস অ্যাম্বাসেডর এবং পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস-এর প্রেসিডেন্ট ড. আবু জাফর মাহমুদ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।