Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে ‘সাপ্তাহিক খবর’র আত্মপ্রকাশ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ২ জুন ২০২৪

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে ‘সাপ্তাহিক খবর’র আত্মপ্রকাশ 

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে আত্মপ্রকাশ করলো সাপ্তাহিক খবর। পত্রিকাটির প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলাল এবং সম্পাদকের দায়িত্ব পালন করছেন বিশিষ্ঠ সাংবাদিক ফরিদ আলম। সিটি এডিটর হিসেবে রয়েছেন এসএম সোলায়মান।

৩১ মে কুইন্সের গুলশান ট্যারেসে আয়োজিত এর প্রকাশনা উৎসবে কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকাশক বেলায়েত হোসেন ও সম্পাদক ফরিদ আলম পত্রিকাটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, ঠিকানার সম্পাদক এমএম শাহিন, এমসি টিভি’র সিইও কাজি শামসুল হক, টাইম টিভি’র সিইও আবু তাহের, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, নিউইয়র্ক কাগজের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, এডিটর আফরোজা ইসলাম, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইয়িদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, নবযুগ সম্পাদক সাহাবুদ্দিন সাগর, ব্যবস্থাপনা সম্পাদক নিম্মি নাহার, জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ, সাংবাদিক আকবর হায়দার কিরনসহ আরও অনেকে।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, ফাহাদ সোলায়মান, বেবি নাজনীনসহ আরও অনেকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ