নিউইয়র্কের কুইন্স বরোতে সেরা ‘হালাল’ রেস্টুরেন্টের পুরস্কার অর্জন করেছে ভোজনরসিকদের কাছে তুমুল জনপ্রিয় এস্টোরিয়া ও উডহ্যাভেনে অবস্থিত থাই ফিউশন রেঁস্তারা ‘নুর থাই’। সম্প্রতি গ্রাহকদের মতামতের ভিত্তিতে কুইন্স চেম্বার অফ কমার্স পরিচালিত একটি প্রতিযোগিতায় ‘নুর থাই’ এই সম্মানজনক পুরস্কারের প্রথম স্থান অর্জন করে।
‘নুর থাই’ রেস্টুরেন্টের দুটি শাখা ইতিমধ্যে নিউইয়র্কের ভোজনরসিকদের সুস্বাদু ও সেরা মানের হালাল খাবার পরিবেশন করে ব্যাপক সুনাম অর্জন করেছে। কুইন্স চেম্বার অফ কমার্স ‘সেরা হালাল রেস্টুরেন্ট’ নামে এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতার অংশ হিসেবে ভোজনরসিকরা কুইন্সে তাদের প্রিয় হালাল রেস্টুরেন্টের জন্য ভোট দেয়।
কুইন্স চেম্বার অফ কমার্স জানিয়েছে, এই প্রতিযোগিতায় দেড় হাজারেরও বেশি ভোজন রসিক ভোট দিয়ে তাদের মতামত জানিয়েছেন। ‘নুর থাই’ রেস্টুরেন্টের পরিচালনাকারী আমানি হসপিটালিটি গ্রুপের ডিরেক্টর সাজ্জাদ হোসেন এই অর্জনের জন্য কুইন্স বরোর ভোজনপ্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।