Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

লায়ন্স ডিস্ট্রিক্ট-২০ আরটু এর ফার্স্ট ভাইস গভর্নর আসেফ বারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৪, ১৬ মে ২০২৪

লায়ন্স ডিস্ট্রিক্ট-২০ আরটু এর ফার্স্ট ভাইস গভর্নর আসেফ বারী

লায়ন্স ইন্টারন্যাশনাল-এর মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশন অনুষ্ঠিত হলো গত ৩ মে থেকে ৫ মে পর্যন্ত। বিগহ্যামটনের হিলটন হোটেলের বলরুমে নিউইয়র্ক স্টেট এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের কয়েক হাজার লায়ন্স সদস্য উপস্থিত থেকে প্রাণবন্ত করে তুলেছিলেন কনভেনশন।

১০০তম বার্ষিক এই কনভেনশনে ডেলিগেটদের ভোটে বিভিন্ন ডিস্ট্রিক্টের গভর্নর, ফার্স্ট ভাইস গভর্নর, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচন সম্পন্ন হয়।

ভোটের ফলাফলে ডিস্ট্রিক্ট-২০ আরটু-এর গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন টেরি প্যালাদিনি বাউমগার্টেন, ফাস্ট ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন আসেফ বারী টুটুল এবং সেকেন্ড ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন নিনা এল স্মিথ।

২০১৪ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের কোন প্রার্থীর এটাই সর্বোচ্চ পদে অর্জন।

বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শাহ নেওয়াজের নেতৃত্বে কনভেনশনে অংশ নিয়েছেন লায়ন মোহাম্মদ সাঈদ, লায়ন আসেফ বারী টুটুল, লায়ন আহসান হাবীব, জেএফএম রাসেল, লায়ন রকি আলিয়ানসহ আরও অনেকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ