নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে সংস্কৃতি চর্চায় অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস তথা বাফা। অন্যদিকে, খলিল ফুড ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন চ্যারিটি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
এই দুই সংগঠনের উদ্যোগে এবার যৌথভাবে আয়োজন করা হয়েছে দিনব্যাপী মেলা ও বৈশাখী শোভাযাত্রা।
১৪৩১ নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল এই মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মেলা অনুষ্ঠিত হবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর বৈশাখী শোভাযাত্রা বের হবে দুপুর আড়াইটায়।
এই পুরো আয়োজন সম্পন্ন হবে ব্রঙ্কসের ১৪৫৭ ইউনিয়ন পোর্ট রোডে। অনুষ্ঠানে খলিল বিরিয়ানির সৌজন্যে থাকছে পান্তা ইলিশ। মেলা ও শোভাযাত্রার সহযোহিতায় থাকবে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।