Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

গান ভায়োলেন্স রোধে ধর্মীয় নেতাদের সঙ্গে এনওয়াইপিডির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১২, ২৪ মার্চ ২০২৪

গান ভায়োলেন্স রোধে ধর্মীয় নেতাদের সঙ্গে এনওয়াইপিডির বৈঠক

যুক্তরাষ্ট্রে গান ভায়োলেন্স কিংবা আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার বেড়েই চলছে। এই পরিস্থিতি মোকাবেলায় ধর্মীয় নেতাদের উপস্থিতিতে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যামাইকা এভিনিউর সেন্টার অব ইসলামিক স্টাডিজ মসজিদে এই আয়োজন করা হয়।

অসাধারণ এই আয়োজনে বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পাস্তর ফিলিপ ফালাই। গান ভায়োলেন্স নিয়ে গঠনমূলক বক্তব্য দেন ১০৫ প্রিসিন্ট এর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন জিন বিভইর।

অনুষ্ঠানটি আয়োজনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন ইন্টারফেইথ লিডার ইমাম মুহাম্মদ শহীদুল্লাহ।

গান ভায়োলেন্স রোধে সবার আন্তরিক অংশ্রগ্রহনমূলক ভূমিকার কথা বললেন তিনি। এছাড়া গান ভায়োলেন্স নিয়ে বিভিন্ন ফেইথের নেতৃবৃন্দও কথা বলেন। সবার ঐকান্তিক চেষ্টায় যুক্তরাষ্ট্রে গান ভায়োলেন্স রোধ করা সম্ভব বলে মনে করেছেন আমন্ত্রিত অতিথিরা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ