নিউইয়র্কে রিয়েল এস্টেট সেক্টরে সবচেয়ে বড় এক্সপো আয়োজন করতে যাচ্ছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ইউএসবিসিসিআই। এক্সপোর শিরোনাম—মর্টগেজ ডিপোট টিম বেইলি। আগামী ১৮ মে নিউইয়র্কের স্বনামধন্য লাগুর্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই এক্সপো অনুষ্ঠিত হবে।
গত ৬ মার্চ এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউএসবিসিসিআই-এর ডিরেক্টর শেখ ফরহাদ।
এজেন্ট, ব্রোকার, বিনিয়োগকারী, ক্রেতা এবং বিক্রেতাসহ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের রিয়েল এস্টেট পেশাদারদের একত্র করার লক্ষ্য নিয়ে এই এক্সপোর পরিকল্পনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ৫০টিরও বেশী এক্সিবিটর এবং ১০০’র বেশী পেশাদার ব্যক্তি এতে উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা আয়োজকদের। বাংলাদেশী কমিউনিটির মানুষের জন্য এই এক্সপো দারুণ সহায়ক হবে বলে মনে করছেন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট লিটন আহমেদ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।