চট্টগ্রামের সন্দ্বীপে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে সারিকাইত ইউনিয়নের দরিদ্র জেলেদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় বঙ্গোপসাগরে মাছ পাওয়া যাচ্ছে না। এতে সেখানকার শত শত জেলে পরিবার মানবেতর জীবন যাপন করছেন। গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে সন্দ্বীপ সারিকাইত ৫ নং ওয়ার্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদের পূত্র বাংলাদেশ রেলওয়ে পাকশীর সহকারি বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ আদিব।
উপস্থিত ছিলেন মিরাজুল মাওলা রিজভী, আনোয়ার হোসেন, মো. শিহাব উদ্দিন, মুকুল মেম্বার, কাজী শাহাব উদ্দিনসহ অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।