যুক্তরাষ্ট্রের মর্যাদাবান পুরস্কার প্রেসিডেন্সিয়াল স্বর্ণপদক লাভ করেছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও আইটি স্পেশালিস্ট সাঈদ এম আলম। ১৭ ফেব্রুয়ারি আলবেনির সিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই স্বর্ণপদক তুলে দেওয়া হয়।
নিউইয়র্ক এসোসিয়েশন অফ ব্লাক পোয়েত্রো রিকান, হিস্প্যানিক এণ্ড এশিয়ান লেজিসলেটিভ-এর ৫৩ তম সম্মেলনের ডায়াসপোরা ককাসের ঐতিহাসিক ক্ষণে গ্লোবাল পিস অ্যামব্যাসেডর স্যার ড. আবু জাফর মাহমুদ, থাউজেন্টস শেডস অফ উইমেন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ড. ডিওর ফলসহ আমেরিকার মূলধারার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন সাঈদ এম আলম।
সম্মাননা গ্রহণ করে এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।